ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের উদ্যোগে ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। শুক্রবার ইসলামপুর বিডিও অফিসের হল ঘরে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লকের বিডিও দীপান্বিতা বর্মন, এনডিআরএফের টিম কমান্ডার ইন্সপেক্টর নিরাজ লিমবু সহ এনডিআরএফের অন্যান্য কর্মীরা। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছিলেন ব্লকের আপদ বন্ধু এবং বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। এই শিবিরে মূলত হার্ট এট্যাক, বন্যা এবং ভূকম্পনের সময় কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।