কমবেশি প্রায় ইসলামপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডেই ভুতুড়ে ভোটারের হদিস। কেউ মারা গেছেন কয়েক বছর আগে, কেউ আবার সম্পত্তি বিক্রি করে চলে গেছেন অন্যত্রে, কারো আবার বিয়ে হয়ে চলে গেছেন। বছরের পর বছর কেটে গেল গেলেও নাম রয়ে গেছে ভোটার লিস্টে। এতে অভিযোগ বিএলওদের বিরুদ্ধে। দেখা গিয়েছে ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ১০০ ভূতুড়ে ভোটারের হদিশ পাওয়া গেছে। অন্যদিকে ৮ নম্বর ওয়ার্ডেও প্রায় ৩০ জনেরও বেশি ভূতুড়ে ভোটারের হদিশ পাওয়া গেছে। এমন অবস্থা প্রায় সব কটি ওয়ার্ডেই একেই। স্থানীয় কাউন্সিলারদের অভিযোগ এইসব ভোটারের ভোটার লিস্ট থেকে নাম কাটানোর জন্য সমস্ত তথ্য বিএলওদের হাতে তুলে দেওয়া হল। কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। এতেই অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেককেই। তবে প্রশ্ন উঠছি বছরে পর বছর কেটে গেলেও কেন ভোটার লিস্টের সংশোধনের কাজ সঠিকভাবে করা হলো না কেন তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।