নিউজডেস্কঃ প্রচন্ড শীত থেকে একটু আরাম পেতে আগুনে নিজেদের হাত-পা সেঁকে নেওয়ার দৃশ্য নতুন নয়। শীতে একটু ওম শরীর মনকে সাময়িক স্বস্তি দেয়। কিন্তু মাঝে মাঝে সাময়িক স্বস্তি দুর্ঘটনার কারন হয়ে যায়। এমনই দুর্ঘটনার সাক্ষী থাকলো গাজল।

শীতের হাত থেকে বাঁচতে সুরধনী ঢালি (৬৭) নামে এক বৃদ্ধা সকালে গ্যাস জ্বালিয়ে হাত পা সেঁকছিলেন। আচমকাই বৃদ্ধার শাড়িতে আগুন লেগে যায়। ঘটনা জানাজানি হতেই প্রতিবেশীরা বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু সুরধনী ঢালির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। মৃত সুরধনী ঢালি গাজলের নয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

অন্যদিকে পরিবার সূত্রে খবর, ঘটনা ঘটার সময় বৃদ্ধা ও একজন শিশু বাড়িতে ছিল। বৃদ্ধা অগ্নিদগ্ধ হলে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তারাই বৃদ্ধাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় সুরধনী ঢালির।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *