নিউজডেস্ক: দিনদুপুরে প্রকাশ্য দিবালোকে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে থেকে টোটো চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একের পর এক টোটো চুরির ঘটনায় শহরবাসীর মধ্যে বাড়ছে আতঙ্ক।

সূত্রে জানা গিয়েছে, মাটিকুন্ডা-১ গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি চাপাসারের বাসিন্দা মহম্মদ তমিজউদ্দিন প্রায় সাত বছর ধরে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। বৃহস্পতিবার নিজের জমি সংক্রান্ত মামলার কাজে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে যান তিনি। কোর্ট সংলগ্ন রাস্তার ধারে টোটো রেখে আদালতে প্রবেশ করেন। কিন্তু ফিরে এসে দেখেন, টোটোটি উধাও।

হন্যে হয়ে শহরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও টোটোর কোনো সন্ধান না পেয়ে অবশেষে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন তমিজউদ্দিন। জানা গিয়েছে, এর আগেও ইসলামপুর কোর্ট চত্বর থেকে তিনটি টোটো চুরি হয়েছে।

নিজের রোজগারের একমাত্র মাধ্যম হারিয়ে অসহায় অবস্থায় পড়েছেন মহম্মদ তমিজউদ্দিন। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।


By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *