ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানার বিভিন্ন পুজো উদ্যোক্তাদের আজ সরকারের দেওয়া ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সূর্যসেন মঞ্চে এই চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, ইসলামপুর থানার আইসি সন্দীপ চক্রবর্তী সহ বিভিন্ন আধিকারিকেরা ও উপস্থিত ছিলেন পূজা উদ্যোক্তা সদস্যরা। ইসলামপুর পুলিশ জেলার মোট ৪৪০ টি পুজো উদ্যোক্তা দের হাতে এই চেক প্রদান করা হয়। ইসলামপুর থানার ১২৮ টি পুজো উদ্যোক্তাকে এই চেক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠান মঞ্চ থেকে পুজো কমিটি গুলোকে বলা হয় যদি কোন আশঙ্কা মূলক বা গন্ডগোলের কিছু দেখেন অবশ্যই লোকাল থানাকে জানানোর কথা, পুলিশ প্রশাসন সদা তৎপর থাকবে।