ফের চোপড়া এলাকায় রাতে অন্ধকারে চা বাগান উপড়ে ফেলার ঘটনায় এলাকায় চঞ্চল ছড়ায় । চোপড়া এলাকায় চা শিল্পের উপর পরিকল্পিত আঘাত হানছেন কতিপয় ব্যক্তি ।ওই ব্লকের সুরভিপল্লীর দুটি বাগানের চা গাছ উপড়ে ফেলে দুষ্কৃতীরা। ওই চা বাগানের মালিক রাজেশ সিংহ জানান, এদিন সকালে খবর পেলাম যে আমাদের বাগানের চা গাছ উপড়ে ফেলেছে দুষ্কৃতিরা । প্রায় বারোশো চা গাছ উপরে ফেলেছে। এবার এমনিতেই রোগ পোকার আক্রমণ এবং প্রকৃতির রোষে পড়ে চা বাগানের অবস্থা খুবই খারাপ তারপরেও আমরা নিয়ম ও পরিচর্যা করে চা বাগান বাঁচিয়ে রেখেছিলাম। সেই গাছ উপরে ফেলে বাগানের ক্ষতি করেছে দুষ্কৃতীরা। বিষয়টি চোপড়া থানায় জানানো হবে। অপরদিকে ফনিশ সিংহ নামে ওপর এক ব্যক্তি চা বাগানের একাংশ গুলো দিয়েছে দুষ্কৃতীরা। তিনি বলেন, ওই বাগানের উপর আমার সংসার টিকে আছে। অনেক পরিশ্রম ও পরিচর্যা করে বাগান টিকিয়ে রেখেছি এবং ভালো ফলনের আশা করেছিলাম। রাতের অন্ধকারে কে বা কারা বাগানের প্রচুর গাছ উপড়ে ফেলেছে। আমার কোন শত্রু নেই। তবে কারা এই ঘটনা ঘটালো তার তদন্তের দাবি জানাচ্ছি।