মাটির তলায় চাপা পড়ে চার শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চেতনাগছ গ্রামে অবস্থান বিক্ষোভে বসেছে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। রাজ্য সরকার মৃত চার শিশুর পরিবারকে ১২ লক্ষ টাকা ক্ষতিপূরন দেবার কথা ঘোষনা করলেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন আর্থিক ঘোষনা করে নি। ঘটনার ব্যার্থতার দায় নিজের কাধে তুলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাঁর পদত্যাগের দাবি করেছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। কেন্দ্রীয় সরকার মৃত শিশুর পরিবারকে আর্থিক সহায়তা না মেলায় এলাকার মানুষ বিএসএফের বিরুদ্ধে ফুসছে বলে অভিযোগ করেছেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকার মৃত পরিবারকে সহায়তা না করলে আগামীতে বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করছেন বিধায়ক।