নিউজডেস্ক:
১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা দাবিতে দারিভিট বাজারে বিক্ষোভ অবস্থানে বসে তৃণমূল কংগ্রেস। এদিনের সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি র শ্যামল সরকার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কানাইয়া বাবু বলেন আমাদের সাধারণ সম্পাদক দিল্লির রাজঘাট ও জন্তুর মন্তরে বিক্ষোভ সমাবেশ দেখিয়েছেন পাশাপাশি কলকাতায় রাজভবনে বিক্ষোভ দেখিয়েছেন। আমাদের দাবির সমর্থন জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল ও কেন্দ্র সরকারকে ওই দুটি ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে সহমত পোষণ করে লিখেছেন। তারপরও কেন্দ্র সরকার এ ব্যাপারে কোন সদর্থক ভূমিকা দেখায় নি। এদিন প্রোগ্রাম প্রকারান্তরে কানাইয়া বাবু লোকসভা নির্বাচনের প্রচার কাজ শুরু করে দেন। তিনি বলেন যদি কোন বিজেপি নেতা ভোট চাইতে আসে তাদেরকে জানিয়ে দেবেন আগে তাদের ৫০০ টাকা বুঝিয়ে দিন তারপরে কোন কথা বলতে আসবেন। নইলে আপনাদের কোন কথা শোনা হবে না। একইভাবে বিজেপির সমালোচনা মুখ হয়েছেন শ্যামল সরকার সহ অন্যান্য নেতৃত্ব।