মঙ্গলবার চোপড়া হাই স্কুল মাঠে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল তৃণমূলের । ২০২৪ শের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে চোপড়ায় সংগঠনকে মজবুত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এদিন উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ সহ আরও অনেকে। গত পঞ্চায়েত ভোটে চোপড়া ব্লকে উল্লেখযোগ্য ফল করেছে তৃণমূল। আটটি গ্রাম পঞ্চায়েত ও ২৪টি পঞ্চায়েত সমিতির আসন ও ৩ টি জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয় তারা। এদিন বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি জনসংযোগেও জোর দিতে আহ্বান জানানো হয়। এদিন এই মঞ্চে কেক কেটে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩৬ তম জন্মদিন পালন করা হয় । চোপড়ার বিধায়ক হামিদুল রহমান জানান, লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেশি ভোট লিড থাকবে আমাদের ব্লক থেকে । তাই দলীয় নেতা-কর্মীদের জনসংযোগেও জোর দিতে আহ্বান জানানো হয়।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *