অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় , শুক্রবার ঘটনাটি ঘটেছে ঘিরনীগাওঁ গ্রাম পঞ্চায়েতের দামোদর খুরি গ্রামে । জানা যায় তিনটি বাড়ি আগুনে ভস্মিভূত হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়েছে ঘিরনীগাওঁ গ্রাম পঞ্চায়েতের দামদরখুরি এলাকায়। তবে আগুন কিভাবে লাগলো তা এখনো স্পষ্ট নয় । বাড়ির মালিক নজিবুল , আকবর এবং আইনুল হকের বাড়ি আগুনে ভস্মিভূত হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। ঘটনাস্থলে ইসলামপুর ফায়ার ব্রিগেডের গাড়ি এসে পৌঁছালে। ফায়ার ব্রিগেডের কর্মীরা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় । ঘিরনীগাওঁ গ্রাম পঞ্চায়েতের সদস্য হালিমুদ্দিন জানিয়েছেন প্রশাসন যেভাবে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে আমরা খুব খুশি । তবে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের কাছে আমাদের বিশেষ অনুরোধ যাতে চোপড়ার লালবাজার বা দাসপাড়া এলাকায় ফায়ার ব্রিগেড স্টেশন বসানো হয়। অন্য দিকে স্থানীয়রাও বারবার চোপড়ার দাসপাড়া এলাকায় ফায়ার ব্রিগেডের দাবি তোলেন । তবে আজকের এই অগ্নিকাণ্ড ঘটনার তদন্ত শুরু করেছে দাসপাড়া ফাঁড়ির পুলিশ