পুলিশ সুপার অশোক সিং জানান, ৫ ডিসেম্বর আরারিয়া সদর থানার পুলিশ ও সিআইডি গোপন সূত্রে খবর পেয়ে বিহারের আরারিয়ার নেপাল সীমান্তে ইস্টমাটোলা এলাকায় হানা দেয় আরারিয়া পুলিশ ও সি আইডি। তিন কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয় তিনজনকে।ধৃতদের মধ্যে দুই ভাই মহম্মদ জসিম (৩৫) ও মহম্মদ নসিমের (৩০) বাড়িতে হানা দিয়ে প্রায় ১০০ গ্রাম স্মাক, তিনকেজি গাঁজা ও নগদ ৬ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। এছাড়াও দুটি মোবাইল, একটি মাদকদ্রব্য মাপার ইলেকট্রনিক মেশিন সহ বেশকিছু জিনিস উদ্ধার করে। ঘটনায় ওই দুই ভাই বাদেও বিক্রান্ত পাসোয়ান(২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অপর দিকে এবিষয়ে বলতে গিয়ে পুলিশ সুপার বলেন, ধৃতদের জেরা করে বেশকিছু তথ্য পাওয়া গিয়েছে। তাদের তথ্যের ওপর ভিত্তি করে অপর একটি জায়গায় পৌঁছানোর আগেই বেশ কিছু পাচার কারীরা পালিয়ে যায়।

এই ঘটনার সঙ্গে একটি আন্তঃরাষ্ট্রীয় চোরাচালানচক্র জড়িত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *