নিউজডেস্ক:
চোপড়া(chopra) গুলি কান্ডের ঘটনায় আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করল চোপড়া থানার পুলিশ। পুলিশ বুধবার অভিযুক্তদের ইসলামপুর আদালতে তুললে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত।। ধৃত অভিযুক্তরা হলেন মহম্মদ সাজিদ আকতার, জাকির হুসেন ও আব্দুল সালাম।
উল্লেখ্য গত ৩০ শে মার্চ বৃহস্পতিবার চোপড়া থানার দিঘাবানা এলাকায় প্রার্থী বাছাই কে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ফয়জুল রহমান ও হাসু মহম্মদ নামে এই দুই তৃণমূল কর্মীর।ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠে চোপড়া থানার দিঘাবানা এলাকা। অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে অবরোধ ও বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়ে ছিল এলাকায়। সেই ঘটনায় নাম জড়িয়ে ছিল এই তিন জন সহ আরও বেশ কয়েক জনের।
পুলিশ ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার এই জনকে গ্রেফতার করে বুধবার ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১৪ দিনের পুলিশ হেফাজতের জন্য আর্জি জানানো হলে আদালত অভিযুক্তদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।। বাকিদের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।।।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
