নিউজডেস্ক: বৃহস্পতিবার ভোররাতের আগুনের ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল-২ নং ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের হারোহাজরা গ্রামের ইটভাটার শ্রমিক রশিদ আলীর বাড়িতে।এই ঘটনায় তার দুই ছেলে আশরাফুল ও আতাউর রহমানের ঘর পুড়ে ছাই হয়েছে। আটটি গবাদি পশু সহ জমানো টাকা, গহনা বিনষ্ট হয়। তিনটি পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত অসহায় পরিবার গুলির জন্য সরকারি ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ভোররাতে হঠাৎ আগুন লেগে যায়।আগুন নেভানোর কাজে তার ঝাঁপিয়ে পড়েন প্রতিবেশীরা।পাশাপাশি চাঁচলের অগ্নিনির্বাপক কেন্দ্রে খবর দেওয়া হয়।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।।বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।আগুন লাগার কারন হিসেবে জানা গেছে, গোয়ালঘরে মশা তারানোর জন্য ধোঁয়া দেওয়া হয়েছিল তার থেকে আগুন লাগে।ঘটনার খবর পেয়ে দুর্গতদের বাড়ি পৌঁছেছেন স্থানীয় মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি।
আগুনে ক্ষতিগ্রস্থ আশরাফুল স্ত্রী মেহেরুন বিবি বলেন,মাস দুয়েক পরে মেয়ের বিয়ে।বিয়ের জন্য সোনার গয়না ও টাকা পয়সা জোগাড় করছিলাম।ইতিমধ্যে দেড় ভরি সোনার গয়না বানিয়ে ঘরে রেখিছিলাম।ঋণ নিয়ে নগদ এক লক্ষ টাকা বাক্সে রেখেছিলাম।আগুনে সবই জ্বলে শেষ হয়ে গেল।এই ঘটনায় তিনি ভয়ংকর ভাবে ভেঙে পড়েছেন।আগুনে আমার সব কিছু শেষ হয়ে গেল।কি করব এখন কোনো কুল কিনারা খুজে পাচ্ছিনা।
- (no title)
- (no title)
- Archery World Cup| তীরন্দাজ বিশ্বকাপের প্রথম পর্যায়ে ৫ টি সোনা ভারতীয় খেলোয়াড়দের।
- ‘টাকাও যাবে, জেলেও যাবে’আদালতের নির্দেশের পরেও পদত্যাগ করেনি যারা- জানালেন জাস্টিস বসু
- ‘২০২৩ সালের পঞ্চায়েত ভোট শাসক দলের কাছে সহজ হবে না’- আনাওয়ারুল হক
Greetings! Very useful advice in this particular article! Its the little changes that will make the biggest changes. Thanks for sharing!