ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার ইতিহাসে এই প্রথম বার পুরুষের পাশাপাশি মহিলা ফুটবল দলের লিগ কাম নকআউট প্রতিযোগিতা শুরু হলো হাই স্কুল ময়দানে।যা এ বছরের বিশেষ আকর্ষণের কেন্দ্রে পরিনত হয়েছে।
মহকুমা ক্রীড়া সংস্থার সদস্যরা জানান, এ বছর মোট পাঁচটি মহিলা ফুটবল দল লীগে অংশগ্রহণ করেছে ও পুরুষেরও পাঁচটি দল অংশগ্রহণ করেছে।
খেলার শুভ উদ্বোধন করেন মহকুমা ক্রীড়া সংস্থাটি চিপ পেট্রোন কানাইয়া লাল আগারওয়াল। উপস্থিত ছিলেন মহাকুমা সংস্থার কার্যকারী সভাপতি দেবাশীষ চক্রবর্তীর সম্পাদক কল্যাণ দাস কালচারাল সেক্রেটারি দেবাশীষ মজুমদার সহ মহকুমা ক্রীড়া সংস্থার সদস্যরা।
প্রতিবছর ইসলামপুর লীগে মেতে ওঠে ইসলামপুর মহকুমার বাসিন্দারা।
আজ এই খেলা দেখতে হাই স্কুল ময়দানে দর্শক মেতে ওঠেন।
মহকুমা ক্রিয়া সংস্থার সদস্যরা জানান আগামী দিনে মহিলা ফুটবল দল নিয়ে আরো বড় পরিকল্পনা রয়েছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে ও সেপ্টেম্বর মাস নাগাদ এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে ।