ভুট্টার জমি থেকে এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃত্যু দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।চাকুলিয়া থানার বিলাতি বাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তার ধারে ভুট্টা জমিতে এক যুবতীর মৃত্যু দেহ দেখে পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে পৌঁছায় চাকুলিয়া থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবতীর পরিচয় জানা যায়নি। অন্য জায়গা থেকে এনে কেউ বা কারা জমিতে ফেলে দিয়ে গেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।