সেতু আছে রাস্তায় নেই। যাতায়াতের সমস্যায় তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের। এ ছবি ইসলামপুর ব্লকের মরুয়াগাঁও এলাকার।
স্হানীয় সূত্রে জানা গিয়েছে সাংসদ তহবিল থেকে প্রায় ১০ বছর আগে ইসলামপুর ব্লকের মরুয়াগাঁও এলাকায় সিরিয়ানি নদীর উপর তৈরি হয়েছিল সেতু। সেতু তৈরি হলে ও এপ্রোচ রাস্তায় তৈরি হয়নি। ফলে যাতায়াত করতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তিনটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের। শুধু তাই নয় প্রতিনিয়ত যাতায়াতের সময় দূর্ঘটনার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি বর্ষার আসলে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে ইসলামপুর যেতে প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার ঘুর পথেই একমাত্র ভরসা এলাকার বাসিন্দাদের। তাই দ্রুত রাস্তা তৈরি করে যাতায়াতের সমস্যার সমাধানের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।
অন্যদিকে এবিষয়ে ইসলামপুর ব্লকের বিডিও দীপান্বিতা বর্মন কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওই রাস্তাটি গ্রাম পঞ্চায়েত থেকে করা সম্ভব নয়। গ্রাম পঞ্চায়েত থেকে একটি স্টেমেট তৈরি করে দেওয়ার কথা বলা হয়েছে। বিষয়টি জেলার উদ্ধতন কতৃপক্ষের কাছে পাঠানো হবে। এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান করা চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।