আম পারতে গাছে উঠলে আমগাছের ডাল ভেঙে পাকা রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু এক যুবকের। সোমবার ঘটনটি ঘটেছে চোপড়া থানার সদর চোপড়া এলাকার গুদরি বাজারের বিজেপি কার্যালয়ের সামনে।একটি পুরোনো বিরাট উচ্চতা  আমগাছে আম পারতে উঠে অমর থাপা নামে এক যুবক।বয়স আনুমানিক ৩০। জানা যায় মৃত ওই যুবকের বাড়ী গুদরি বাজার সংলগ্ন এলাকায়। আম গাছের শীর্ষ ডালে আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পাকা রাস্তায় পড়ে যায় ওই যুবক।স্থানীয় সূত্রে জানা যায় অনুমানিক প্রায়৭০ ফিট উচ্চতা থেকে পড়ে যায় ওই যুবক।গুরুতর যখম অবস্থায় স্থানীয়দের মদতে চোপড়া ব্লক দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করে। সেখানেই মহকুমা হাসপাতালের চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *