নিউজডেস্কঃ মারা গেলেন লুসিল হদোঁ

মারা গেলেন ফ্রান্সের সন্ন্যাসিনী লুসিল হদোঁ।তিনিই ছিলেন বিশ্বের ঘোষিত প্রবীনা। ফ্রান্সের এক নার্সিংহোমে বয়স্কজনিত রোগের কারনে ভর্তি ছিলেন। সেখানেই ঘুমের মধ্যে মারা যান লুসিল। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ১১৮ বছর।

কে ছিলেন এই লুসিল হদোঁ

১৯০৪ সালে দক্ষিণ ফ্রান্সে জন্ম গ্রহন করেন লুসিল।তার জন্মের প্রায় একদশক পর প্রতম বিশ্ব যুদ্ধ শুরু হয়। প্রথম জীবনে শিক্ষিকা হয়ে কাজ শুরু করেন তিনি। পরে সেবিকা হিসেবে নিজেকে তুলে ধরেন। এর পর বিশ্বযুদ্ধের শেষের পরে প্রায় ১৮ বছর অনাথ শিশুদের দেখভালের দায়িত্ব পালন করেন তিনি।সাথে প্রবীনদের সেবায় নিজেকে নিয়োজিত করে দেন। তারও বহুবছর পর সন্ন্যাস গ্রহন করেন লুসিল হদোঁ। নিজেকে ঈশ্বরের সেবায় সমর্পণ করে দেন।

বিশ্বের প্রবীনতম নাগরিক হিসেবে ঘোষনা

জাপানের কেন তানাকার মৃত্যুর পর ২০২২ সালের এপ্রিল মাসে লুসিলকে বিশ্বের প্রবীনতম মহিলা হিসেবে ও মানুষ হিসেবে ঘোষনা করা হয়। তাকে ফ্রান্সের ও ইউরোপের প্রবীনতম নাগরিকও ঘোষনা করা হয়।

বিশ্বের দু-দুটো অতিমারির সাক্ষী লুসিল

২০২১ সালে নিজের ১১৬ তম জন্মদিন পালনের সময় করোনা আক্রান্ত হন তিনি। কিন্তু মাত্র তিন সপ্তাহের মধ্যেই করোনা জয় করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন লুসিল। যদিও ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু থেকে তৈরি হওয়া অতিমারিও দেখেছিলেন লুসিল।

লুসিলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে গিনেস ওয়র্ল্ড রেকর্ডস। পরিবারের প্রতি সমবেদনা জানায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। শোক প্রকাশ করেছে সে দেশের সরকার সহ একাধিক

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *