নিউজডেস্ক : রাস্তা না আস্ত পুকুর দেখে বোঝা কঠিন।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অন্তর্গত রামগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের পদমগছ গ্রামের রাস্তার বেহাল অবস্থা দেখে আপনাকে বলতেই হবে এ রাস্তায় চলা ফেরা করা সম্ভব? রাস্তার মাঝে গর্ত এতটাই বড়ো যে বর্ষার জল ভরে তা একটা পুকুরে পরিনত হয়েছে। একাধিক বার প্রশাসনকে জানিয়ে কিছু না হওয়ায় বাধ্য হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গ্রামবাসীর বিক্ষোভ দেখাতে শুরু করে এদিন। তারা রাস্তার গর্তের মাঝখানে নেমে এলাকার মেম্বার ও রাজনৈতিক নেতাদের নাম নিয়ে রাস্তা করার দাবী জানান। এদিন গ্রামবাসীরা জানান, রাস্তার যা অবস্থা তাতে কোনো রোগীকে হাসপাতালে নিতে হলে অ্যাম্বুলেন্স চালককে রাস্তায় যুবকদের ডেকে রাস্তা পারাপার করিয়ে নিতে হয়। তারা জানান কোনদিন গ্রামে যুবকরা না থাকলে তখন রোগীর কি হবে। শুধু তাই নয় কোনদিন একটু ভারী বৃষ্টি হলেই কোন পড়ুয়ায় স্কুলে যেতে চায় না। কারণ স্কুলে গেলেই রাস্তা পারাপারের সময় তাদের কাপড় নোংরা হয়ে যায়। তাই আর তারা স্কুলে যেতে পারে না।
এদিন তারা আরো জানান অনেক বার মেম্বার ও প্রধানকে জানিও আমাদের রাস্তার কাজ হয়নি। নতুন প্রধানের প্রতিনিধি আমাদের এখানে এসে দেখে গেলেও এখনো কোনো কাজ হয়নি বলে জানান তারা। এবং তারা এও জানান এক মাসের মধ্যে রাস্তার কাজ না হলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি রঞ্জিত রায় জানান, আমি রাস্তার পরিস্থিতি দেখে এসেছি। তাদের জানিয়েছি আমরা ব্যাপারটা নিয়ে দেখব যেহেতু আমাদের আগের ফান্ড এখনো অব্দি পড়ে আছে সেটা আমরা নতুন করে টেন্ডার করিয়ে কাজ করাবো।এই রাস্তার কাজ ধরা হয়নি পুরনো কাজগুলো শেষ হলেই আমরা এই রাস্তার কাজ ধরবো। যদি তারা আমাকে লিখিত অভিযোগ করে আমি BDO সাথে কথা বলে রাস্তার কাজের কিছুটা হলেও করে দেওয়ার ব্যবস্থা করবো।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *