আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু এক যুবকের। ঘটনাটি ইসলামপুর শহরের চৌরঙ্গী মোড় এলাকায়।
তার সঙ্গে থাকা যুবকের অভিযোগ বাইকের চাবি নিয়ে বাইক টেনে নিয়ে যাচ্ছিল কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। পিছন থেকে টেনে ধরার সময় হঠাৎ করে পড়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।মৃত যুবকের নাম কমরুদ জামাল (২০)। তার বাড়ি গোয়ালপোখর থানার দুধ গড় এলাকায়। সিভিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলেও পুলিশ এই অভিযোগ মানতে নারাজ।