গতকাল ২৬ শে মে শিলিগুড়ি মহাকুমা পরিষদ ভবনে অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ আবৃত্তিক সমন্বয়ে পরিষদের তৃতীয় সাংগঠনিক কনভেনশন। কনভেনশনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের মালদা থেকে কুচবিহার পর্যন্ত বিভিন্ন জেলার বাচিক শিল্পীরা। উক্ত কনভেনশনের প্রথমার্ধে সংগঠনের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় অর্ধে সুন্দর ও মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সম্পাদক উৎপল দত্ত মহাশয় জানিয়েছেন, সমস্ত উত্তরবঙ্গের বাচিক শিল্পীদের এক সূত্রে গাথার জন্য এই সংগঠন। আগামী দিনে এই সংগঠন উত্তরবঙ্গের বাচিক শিল্পীদের বিকল্প মঞ্চ তৈরি করে দেওয়া এবং গুণ মানে সমৃদ্ধ করবার কাজ করবে। সর্বোপরি বাচিক শিল্পের প্রসার এবং প্রচারের জন্য এই সংগঠন আগামী দিনে কাজ করবে