চা শ্রমিকরা অসহায়
বিগত কয়েকদিন ধরে চায়ের ফ্যাক্টরি বন্ধ বর্তমানে দিশেহারা শ্রমিক। চিরঞ্জিত সিংহ চা শ্রমিক বলছেন জানিনা কেন বন্ধ চার পাঁচ দিন ধরেই ফ্যাক্টরি বন্ধ রয়েছে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
সমস্যায় কাঁচা চা পাতা ব্যবসায়ী
সুভাষ সিংহ কাঁচা চা পাতা ব্যবসায়ী বলছেন
আসছি দেখছি চা ফ্যাক্টরি বন্ধ তবে কেন বন্ধ তা জানিনা। মালিক বলছে ফ্যাক্টরি বন্ধ। পাতা তোলা যাচ্ছে না এমত অবস্থায় যথেষ্টই অসুবিধা সম্মুখীন হয়েছেন বলছেন ।
বাগান থেকে পাতা তোলা যাচ্ছে না। এদিকে পাতাও বড় বড় হয়ে যাচ্ছে।
চা ফ্যাক্টরি মালিকের আশ্বাস
অপরদিকে চা ফ্যাক্টরির মালিক প্রীতি রঞ্জন ঘোষ বলেন অসুবিধা হচ্ছে, তবে মনে হয় আজ সমাধান হবে। বিগত চার দিন ধরে ফ্যাক্টরি বন্ধ রয়েছে। তবে তিনি আরো বলেন বাজারে যে ওষুধ বিক্রি হচ্ছে সেই নিষিদ্ধ ওষুধ গুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো আর সেই ওষুধ আর পাওয়া যাবে না চা পাতায় ব্যবহার করা হবে না।
তিনি আরো বলেন সংশ্লিষ্ট দপ্তরের এই বিষয়ে দেখা উচিত । টি বোর্ডের সঙ্গে চায়ের সমস্ত সংগঠন আলোচনায় বসেছে জলপাইগুড়িতে আশা করছি সমস্যার সমাধান হবে।