
তীব্র তাপদাহ পুড়ছে চাষীদের ফসল মাথায় হাত চাষীদের ,ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের বিভিন্ন চাষীদের। এদিকে বৃষ্টির না হওয়ার কারণে চাষিরা পাম্প সেট দিয়ে জল দিচ্ছে জমিতে অন্যদিকে বৃষ্টি না হওয়ার কারণে চাষীদের ফসল ভুট্টা জ্বলে পুড়ে গিয়েছে জমিতে। চা চাষীদের জমিতে ও পোকা লাগা শুরু করেছে। তীব্র তাপে চা গাছও জ্বলে যাচ্ছে। এর ফলে চা চাষীদের বড় আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে। মেশিন দিয়ে জল দিতে এক বিঘা জমিতে প্রায় তিন থেকে চার হাজার টাকা প্রয়োজন। তবে বিগত বছরে এই সময়ে প্রচুর বৃষ্টি হয়েছিল। কিন্তু এ বছর বৃষ্টির দেখা নেই।পাশাপাশি চাষিরা জানাচ্ছেন ভুট্টা চাষ করতে জলের প্রয়োজন হতো না তবে এ বছর দুবার করে জল দেওয়ার পরেও তীব্র দাবদাহের মধ্যে ভুট্টা গাছ জ্বলে গিয়েছে এবং চা চাষিরা জানাচ্ছেন চা গাছেও পোকা লাগছে। চা গাছ লাল হয়ে যাচ্ছে। ওষুধের দাম খুব বেশি। কিন্তু ওষুধ মেরেও কমছে না পোকার অত্যাচার। অন্যদিকে চাষীরা ভুট্টার জমিতে ভুট্টা ফসল বাঁচাতে স্প্রিং মেশিন দিয়ে জল দিচ্ছেন।