নিউজডেস্ক : কার্যত বাধ্য হয়েই এসএসসি মানলো ২৬ হাজারের মধ্যে ১৯ হাজার বৈধ ও বাকি ৭ হাজার অবৈধ ভাবে নিয়োগ করা হয়েছে।এমনটাই সুপ্রিম কোর্টে অবশেষে জানাল এসএসসি। সেইসঙ্গে যোগ্য চাকরিহারাদের মুখে হাসি ফোটার মতো ঘটনা ঘটল। প্রায় ৭ হাজার অবৈধ নিয়োগ হয়েছে, কার্যত তাও মেনে নিল স্কুল সার্ভিস কমিশন ।

সর্বোচ্চ আদালত শুনতে চেয়েছিল সব পক্ষের বক্তব্য

গত সপ্তাহে সোমবার শুনানিতে রাজ্য, এসএসসি, পর্ষদ, চাকরিহারা-  সবপক্ষের বক্তব্য শুনতে চেয়েছিল শীর্ষ আদালত। মঙ্গলবার নির্দিষ্ট সময়ে শুনানি শুরু পর থেকেই রাজ্যকে প্রধানবিচারপতির প্রশ্নের সম্মুখীন হতে হয়।

যোগ্য-অযোগ্য পৃথকীকরণের প্রশ্নে এসএসসি-র কোর্টে বল ঠেলল রাজ্য।

এদিন আদালতে রাজ্য  দাবিকরে, কারা যোগ্য-কারা অযোগ্য, বলতে পারবে একমাত্র  এসএসসি। পুরো প্যানেল বাতিলের প্রয়োজন ছিল কি না, তা বলতে পারবে স্কুল সার্ভিস কমিশন।

অতিরিক্ত শূন্য পদ প্রসঙ্গে রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির

অতিরিক্ত শূন্য পদ তৈরির প্রশ্নে রাজ্য সরকারকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘কেন রাজ্য অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিল?’ আদালত প্রশ্ন করেন, ২০১৬-র নিয়োগ প্রক্রিয়া। কিন্তু অতিরিক্ত শূন্যপদ  ২০২২-এ কেন তৈরি করা হল? নিয়ম মাফিক ততদিনে তো প্যানেলের মেয়াদি শেষ হয়ে যায় ! ৬ বছর পরে তো প্যানেলেরই মেয়াদ পার হয়ে যায়। তাহলে সেই প্যানেল থেকে অতিরিক্ত শূন্যপদে লোক নেওয়া হল কি ভাবে? 
 

 

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *