নিউজডেস্ক :
আজ ছিল উচ্চমাধ্যমিকের ফোর্থ সাবজেক্টের পরীক্ষা৷ কিন্তু অ্যাডমিট কার্ডে তার কোনও উল্লেখ না থাকায় আজ পরীক্ষা দিতে পারলো না শবনম খাতুন। শবনম এদিন জানায়, ‘আমার ফোর্থ সাবজেক্ট ছিল আরবি৷ ফর্ম ফিল আপের সময় তা উল্লেখ করেছিলাম৷ আমার চেক লিস্টেও তার উল্লেখ রয়েছে৷ কিন্তু আমার অ্যাডমিট কার্ডে ফোর্থ সাবজেক্টের কোনও উল্লেখ ছিল না৷ বিষয়টি আমি আগেই প্রধান শিক্ষককে জানিয়েছিলাম৷ তিনি বলেছিলেন, এর জন্য পরীক্ষা দিতে সমস্যা হবে না৷ কিন্তু অ্যাডমিট কার্ডে ফোর্থ সাবজেক্টের উল্লেখ না থাকায় শীতলপুর হাইস্কুল কর্তৃপক্ষ আজ আমাকে পরীক্ষা দিতে দেয়নি৷ স্কুল কতৃপক্ষ বলে চেক লিস্ট দেখাতে পারলে পরীক্ষা দিতে দেবে।
প্রধান শিক্ষককে বিষয়টি জানাই৷ দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর পর আমার চেক লিস্ট দেখতে দেওয়া হয়৷ দেখি, সেখানে ফোর্থ সাবজেক্টের বিষয়টি ঘষামাজা করে মুছে ফেলা হয়েছে। নিজেদের দোষ ঢাকতেই মাদ্রাসা কর্তৃপক্ষ এই কাজ করেছে৷ চেক লিস্টের ছবি তুলতে গেলে প্রধান শিক্ষক দাদার গায়ে হাত তোলেন৷ তার মোবাইল ফোন ছুড়ে ফেলে দেয়।
শীতলপুর হাইস্কুল কর্তৃপক্ষ এদিন জানায়, ওই পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে ফোর্থ সাবজেক্টের কোনও উল্লেখ ছিল না৷ ফলে কাউন্সিলের আইন মেনেই তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি৷ তবে এনিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে চাননি থাহাহাটি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মুসলেমুদ্দিন আহমেদ৷
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ