অবশেষে মুখ খুললেন হাথরসে স্বঘোষিত ধর্মগুরু সুরজপাল সিং ওরফে ভোলে বাবা। হাথরাসে সৎসঙ্গে পদপিষ্ট হয়ে মৃত্যুর পর খোঁজ মিল ছিলো না ভোলে বাবার। অবশেষে ‘প্রকাশ্যে’ এলেন সেই স্বঘোষিত বাবা। একটি ভিডিও বার্তা দিয়ে তিনি জানালেন, সে দিনের ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।ভিডিও বার্তায় ভোলে বাবা শোকপ্রকাশ করে বলেন, ‘২ জুলাইয়ের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ঈশ্বর আমাদের এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিন।’ পাশাপাশি তিনি বলেন, ‘সরকার এবং প্রশাসনের ওপর আস্থা রাখতে হবে। আমার বিশ্বাস, যাঁরা এই ঘটনার নেপথ্যে রয়েছেন, যাঁরা প্রকৃত দোষী, তাঁদের শাস্তি হবে। আমি আমার উকিল এপি সিংয়ের মাধ্যমে মৃতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য কমিটির সদস্যদের অনুরোধ করেছি।’
প্রসঙ্গত,
উত্তরপ্রদেশের হাথরসে গত ২ জুলাই ধর্মীয় জমায়েতের আয়োজন করা হয়েছিল। নাম দেওয়া হয়েছিল ‘সৎসঙ্গ’। প্রায় আড়াই লক্ষ মানুষের জমায়েত হয়েছিল সেখানে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সৎসঙ্গ চলাকালীন ভোলে বাবাকে প্রণাম করার জন্য আচমকা হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কাধাক্কিতে কয়েকজন পড়ে যান। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। যা কয়েক মিনিটের মধ্যে বিপর্যয়ের আকার নেয়। পদপিষ্ট হয়ে সেখানে ১২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।