বিজেপি করার অপরাধে বাড়ির সামনে রাস্তা করা হল না। এই অভিযোগে সচ্চার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপির প্রাক্তন সদস্য। বিষয়টি বিডিও এবং এস ডি ও কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি সরকারি নির্দেশ মেনে রাস্তার কাজ করা হয়েছে।কোন রকম বৈষম্য করা হয় নি।
উত্তর দিনাজপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় রঞ্জিত সিংহের বাড়ি থেকে এন এইচ পর্যন্ত ১০০ মিটার রাস্তার বরাত দেওয়া হয়েছিল। ৩ লক্ষ ৪০ হাজার টাকা ব্যায়ে এই প্রকল্পের কাজ করা হয়। এনএইচ থেকে ৯০ মিটার কাজ করে রাস্তার কাজ শেষ করে দেওয়া হয়। ১০০ মিটার কাজ হলে বিজেপি প্রাক্তন সদস্য অনিন্দিতা বর্ধনের বাড়ির সামনে রাস্তা হত। অনিন্দিতা দেবীর অভিযোগ, তিনি বিজেপি করায় কাজ অসম্পূর্ণ রেখেই রাস্তার কাজ শেষ করে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান অসীমা পাল ও তার স্বামীর দাবি এই রাস্তার কাজ পঞ্চায়েত সমিতির মাধ্যমে করা হয়েছে।বিজেপি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপি প্রার্থী হয়ে হেরে যাবার পরই বিজেপি প্রাক্তন সদস্য মিথ্যা অভিযোগ করে সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করছে।