আর মাত্র ৫ মিটার দূরে রয়েছে উদ্ধারকারী দল। খুব শীঘ্রই পাওয়া যাবে সুখবর। আশায় বুক বাঁধেছে পরিবার-সহ উদ্ধারকারী দল। ২৪ জনের একটি “Rat Hole Mining” এক্সপার্ট ম্যানুয়ালি খননকাজ শুরু করেছে। সুড়ঙ্গের সরু পথ ধরে তাঁরা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছে। তবে, ধ্বংস্তুূপ সরিয়ে নিরাপদে শ্রমিকদের উদ্ধার করতে আরও কিছুটা সময়ে লেগে যাবে বলে আশঙ্কাও করা হচ্ছে ।অন্যদিকে সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকের পরিবারকে জামাকাপড় ও ব্যাগপত্র নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে। শ্রমিকদের উদ্ধারের পর তাঁদের চিনইয়ালিসুর হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে খবর।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *