নিউজডেস্ক: যোগেশ চন্দ্র ল’ কলেজের অধ্যক্ষ ছিলেন মানিক ভট্টাচার্য। নিয়োগ দূর্নীতি মামলায় মানিক জেলে। জানা যায়, কোন রকম নিয়ম না মেনেই মানিককে ঐ ল কলেজের অধ্যক্ষ পদে বসানো হয়েছিল বলে অভিযোগ। সেই নিয়ে হাইকোর্টে মামলা হয়।সেই মামলার পরিপ্রেক্ষিতে মালিককে অধ্যক্ষ হিসেবে পাওয়া সম্পূর্ণ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও ইউজিসি’র নির্ধারিত যোগ্যতা না থাকায় গতকাল অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা সহ আরও এক অধ্যাপক অচিনা কুণ্ডুকেও অপসারণের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তাদের অফিসে তালা বন্ধ করে দেওয়ার জন্য স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়।সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন সুনন্দা।বিচারপতি সৌমেন সেনের কাছে মামলা দায়ের করার অনুমতি চান। অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ।আগামী সোমবার এই মামলার শুনানি হবে বলে খবর।