চাকুলিয়া থানার পুলিশের বড় সাফল্য, ২৪ ঘন্টা কাটতে না কাটতেই যুবতী খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করলো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পুলিশ। উল্লেখ্য বুধবার বিকালে সাইবা খাতুন নামে চাকুলিয়ার খিকিরটোলা এলাকার বাসিন্দা ওই যুবতীর মৃতদেহ বাড়ি থেকে কিছুটা দূরে এক ফাঁকা জমি থেকে উদ্ধার হয়।ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে ইকবাল হোসেন নামে এক যুবকের। এরপরই ঘটনার তদন্তে নেমে চাকুলিয়া থানার আইসি পিনাকি সরকারের নেতৃত্বে পুলিশ পৌঁছায় কলকাতায়।কোলকাতা থেকে বৃহস্পতিবার ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সাত দিনের পুলিশের রিমান্ড নেওয়া হয়।