আবাসের সার্ভেতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে আধিকারিকরা। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের উচলগছ এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ যারা গরিব মানুষ তাদের আবাসে নাম নেই অথচ যাদের পাকা বাড়ির রয়েছে তাদের নাম আবাসে রয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগ তুলে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হলো আধিকারিকদের। এছাড়াও এর আগেও সার্ভের নামে ১০০/ ২০০ টাকা করে তোলাবাজিরও অভিযোগ উঠে স্হানীয় নেতৃত্বদের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। এবার যাতে স্বচ্ছ ভাবে সঠিক মানুষ যাতে আবাস যোজনার প্রকল্পের ঘর পাই দাবি গ্রামবাসীদের।
যদিও এবিষয়ে কিছুই বলতে চাননি আবাসের সার্ভেতে যাওয়া আধিকারিকরা।