ইসলামপুরের ব্লক পাড়া যুবককে ভাড়াটে খুনি দিয়েই খুন করিয়েছে স্ত্রী। তদন্তে অন্তত এমনটাই উঠে আসছে। তদন্তে নেমে পুলিশ সেই ভাড়াটে খুনিকে আটক করেছে। এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা এই নিয়ে গিয়ে দাঁড়াল তিন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় কয়েক লক্ষাধিক টাকার বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে এই কাজ করেছে নিহত অভিজিৎ তরফদার স্ত্রী ও তার প্রেমিক। বৃহস্পতিবার এই ঘটনায় এক ভাড়াটে খুনিকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের নাম সাকির হোসেন। বাড়ি চোপড়ার দাসপাড়া এলাকায়। এই ঘটনায় আরও দুষ্কৃতী জড়িত থাকতে পারে বলে সূত্রে জানা গিয়েছে। অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।