নিউজডেস্ক:শ্বশুর বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ চম্পা মিশর। দীর্ঘ আট দিন ধরে নিখোঁজ রয়েছেন দুই সন্তানের মা ওই গৃহবধূ, এমনটাই খবর ।চম্পা মিশর নামে ঐ গৃহবধূর শশুড় বাড়ি কাটিহার জেলার কদুয়া থানার পাকারিয়া টোলা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়,মাস খানেক আগে বাবার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রামে এসেছিলেন ওই গৃহবধূ।গত ১৫ ফেব্রুয়ারি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় সে।সেই দিন থেকে নিখোঁজ রয়েছে ওই গৃহবধূ। নিখোঁজ গৃহবধূর বাবা রহিত মিশর হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নিখোঁজ গৃহবধূর স্বামী ইন্দল ঋষি জানান,
তার দুই সন্তান মায়ের জন্য কান্না করছে।স্ত্রী নিখোঁজ থাকায় সন্তানদের নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তার।আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।কোথায় আছে,কি হালে আছে তা কেউ বলতে পারছে না।