নিউজডেস্ক: দুদিন আগেই প্রাথমিকে চাকরি সংক্রান্ত ঐতিহাসিক রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে রায়ের পর চাকরি হারিয়েছে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষক। সেই চাকরিহারাদেরে তালিকায় নাম রয়েছে রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা মালবাজারের বিধায়ক বুলু চিকবড়াইকের মেয়ের। খবরটি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে মালবাজারে। তবে মন্ত্রী এই বিষয়ে কোনও মন্তব্য করেন নি।

চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের দাবি

জানা গেছে, মেয়ে সুষুমা চিকবড়াইক এর নাম ঐ চাকরি হারানো ৩৬০০০ এর মধ্যে রয়েছে। মালবাজার ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের অধীন রাঙ্গামাটি চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষিকা পদে কর্মরত ছিলেন মন্ত্রীকন্যা। এবার তাঁর নাম উঠে আসায় শোরগোগ পড়েছে। যদিও এ বিষয়ে সুষুমা কিছু বলেনি। মন্ত্রী বুলু চিকবড়াইক বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা ও ভরসা রয়েছে। এ প্রসঙ্গে তেমন কোনও মন্তব্য আমি করব না।’ তবে মন্ত্রীর মেয়ের নাম চাকরিহারাদের মধ্যে উঠে আসায় মালবাজার তথা রাজ্যে ব্যপক চর্চা শুরু হয়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *