নিউজডেস্কঃ বৃহস্পতিবারের ঘটনার পর গ্রেফতার হওয়া স্থানীয় এক তৃনমূল নেতা। তারই গ্রেফতারের প্রতিবাদে পথ অবরোধে শামিল হয় বিক্ষুব্ধরা। সেই কর্মসূচিতে উপস্থিত পঞ্চায়েত সদস্যা। যিনি গ্রেফতার হওয়া তৃনমূল নেতার স্ত্রী। এদিন সকালে ইসলামপুরের রাজু বস্তি মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে ধৃত নেতার সমর্থকেরা।
কি হয়েছিল বৃহস্পতিবার
জানা গেছে, গত বৃহস্পতিবার ইসলামপুরের চিটকুন মোড় এলাকায় হঠাৎ বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনার তদন্তে নেমে শুক্রবার আটক করে স্থানীয় এক তৃণমূল নেতাকে। তারপর থেকেই শুরু হয় আন্দোলন। পঞ্চায়েত সদস্যা তার স্বামীর মুক্তির দাবিতে স্থানীয়দের নিয়ে আন্দোলন শুরু করেন।
অবশেষে শর্তসাপেক্ষে অবরোধ ওঠে।
এদিন বিক্ষোভকারীরা জানান , যতক্ষণ পঞ্চায়েত সদস্যের স্বামীকে পুলিশ না ছাড়বে ততক্ষণ তারা এই অবরোধ চলবে। প্রায় দেড় ঘন্টা পর পাটাগোড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সাথে কতা বলে পঞ্চায়েত সদস্যদের স্বামীকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।