নিউজডেস্ক: দীর্ঘ প্রায় পাঁচ বছর পর দাড়িভিটের শহীদ রাজেশ ও তাপসের পরিবার বিচার পেল।বুধবার কলকাতা হাইকোর্ট দাড়িভিটের দুই মৃত ছাত্রের মৃত্যুর তদন্তভার এন আই এ হাতে তুলে দিল। আদালতে এই রায়ে খুশী মৃত দুই ছাত্রের পরিবার।দেরিতে হলেও আশায় বুক বেধেছে মৃত দুই ছাত্রের পরিবার।
২০১৯ সালের ২০ সেপ্টম্বর, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দাড়িভিটে বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল রাজেশ সরকার ও তাপস বর্মন নামে দুই ছাত্রের ।মৃত দুই ছাত্রের পরিবার সি বি আই তদন্তের দাবিতে দেহ দাহ না করে বাড়ির পাশে সমাধিস্ত করে রেখেছে। বিজেপি নেতারা সি বি আই তদন্তের আশ্বাস দিয়েছিলেন। সি বি আই তদন্তের দাবি নিয়ে মৃত পরিবারকে বিজেপি নেতারা রাষ্ট্রপতি, স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে নিয়ে গিয়েছিলেন। দীর্ঘ প্রায় চার বছর পর বুধবার রাজেশ ও তাপসের মৃত্যুর তদন্তভার ন্যাশনাল ইনভেষ্টটিং এজেন্সি হাতে তুলে দিল হাইকোর্ট ।সকাল সকাল এই রায় ঘোষনার খবর পেয়ে উল্লাশিত দাড়িভিট গ্রামের মানুষ।