ইসলামপুরের পুরাতন পল্লীর বাসিন্দা নিকুঞ্জ আগরওয়াল ইসলামপুর বাজারের আলু পট্টি এলাকায় মুদিখানা দোকান চালান।প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে সে বাড়ি ফিরছিল। বাড়ি পৌঁছানোর আগের মুহূর্তেই পুরাতন পল্লী মোর এলাকায় দুজন ব্যক্তি নিকুঞ্জ কে বন্দুক দেখিয়ে তার কাছে থাকা টাকার থলিটি ছিনতাই করে।
নিকুঞ্জ সাহসিকতার পরিচয় দেয়।চটজলদি কোন কিছু না ভেবেই টাকার থলিটি ছিনতাই কারীর কাছ থেকে ছিনিয়ে জঙ্গলে ফেলে দেয় এবং চেঁচামেচি করতেই পাড়ার বাসিন্দারা বেরিয়ে আসেন।
তারপর ইসলামপুর স্টেশন রোড এলাকায় এক বাইক আরোহী কে সেই ছিনতাইকারী বন্দুক দেখিয়ে নিয়ে যেতে বলে।
তখনই স্থানীয়রা সেই ছিনতাইকারীকে ধরে ফেলে এবং বেধড়ক মারধর করে ইসলামপুর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ সেই ছিনতাইকারীকে নিয়ে গিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।
এদিকে স্টেশন রোডের বাসিন্দাদের অভিযোগ ইসলামপুর শহরে ব্রাউন সুগারের কেনা বেচা প্রচন্ড পরিমাণে বেড়েছে যার ফলেই এসব চুড়ি ছিনতাই বাড়ছে।
ইসলামপুর পুলিশ জেলা হওয়ার পরও কেন এত চুরি ছিনতাই! প্রশ্ন উঠছে সকল স্তরে।