নিউজডেস্ক: “বাইরে থেকে যারাই এখানে নির্দলের প্রচারে আসছেন তারা তো অন্য জায়গায় তৃনমূলের প্রতীকে জিতেছেন তাহলে এখানে তৃনমূলের প্রতীকের প্রার্থীর বিরূদ্ধে কেন প্রচারে আসছেন, আপনাদের জন্য দল লজ্জিত হচ্ছে” সুজালিতে বাইক মিছিল শেষে এমনই মন্তব্য করলেন ৪ নম্বর জেলা পরিষদ আসনের তৃনমূল প্রার্থী মৌসুমী খাতুনের স্বামী তথা তৃনমূল নেতা মহম্মদ জাহিদুল।

স্থানীয় তৃনমূল কর্মী সমর্থকদের দাবী মেনে নির্দল প্রার্থী আরজুনা বেগমের রবিবারের বাইক মিছিলের জবাবে পাল্টা বাইক মিছিল করলেন তৃনমূল প্রার্থী মৌসুমী খাতুন। তৃনমূল প্রার্থীর বাইক মিছিলে শুরু আর শেষের মধ্যে কয়েক কিলোমিটারের ফারাক ছিল। কয়েক হাজার কর্মী সমর্থক এদিনের বাইক মিছিলে অংশ নিয়েছিলেন বলে মহম্মদ জাহিদুলের দাবী।

এছাড়াও জাহিদুল বলেন, সুজালির তৃনমূল দলীয় প্রতীকের প্রার্থীর সাথে রয়েছে। যে মেম্বাররা নির্দলের মিছিলে ছিলেন তাদের এলাকার মানুষই জোড়া ঘাস ফুলের প্রতীকে ভোট দেবে। এছাড়া দীর্ঘদিন ধরে সুজালিতে অঞ্চল তৃনমূল সভাপতি আব্দুল হকের নেতৃত্বে এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার দাবী করেছেন মহম্মদ জাহিদুল। তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃনমূলের প্রতীকের সাথে আছে কোনও ব্যক্তির সাথে নয়।

পাশাপাশি তিনি যেহেতু তৃনমূল করেন তাই মৌসুমী খাতুনের জয়ের ব্যবধানও কুড়ি থেকে তিরিশ হাজার হওয়া উচিত বলে দাবী মহম্মদ জাহিদুলের। সবমিলিয়ে মিছিল পাল্টা মিছিলে কমলাগাও সুজালীতে দিন প্রতিদিন রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *