১০ মাস পরেও আদালতের নির্দেশ না মানায় ইসলামপুরের দাঁড়িভিট ছাত্রমৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি করলেন বিচারপতি রাজশেখর মান্থা।   মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, এডিজি CID-র বিরুদ্ধে আদালতের নির্দেশ কার্যকর না করা এবং আদালত অবমাননার দায়ে বিচারপতি রাজাশেখর মানথা রুল জারি করেছেন ।  NIA- কে নথি হস্তান্তর, পরিবারকে আর্থিক সাহায্য না দেওয়ায় ক্ষুব্ধ বিচারপতি। আজ রুল জারি করে তিনি বলেন,  ১০ মাস পেরিয়ে গেলেও কেন আদালতের নির্দেশ মানা হয়নি তা  আগামী ৫ই এপ্রিল রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব,ADG CID আদালতে জানাতে হবে।

অন্যদিকে কোর্টের রায়য়ে খুশি নিহত দুই ছাত্রের পরিবার। তবে রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করেনি বলে অভিযোগ দুই পরিবারের। যদি রাজ্য সরকার সহযোগিতা করত তাহলে এত সময় লাগতো না। বিচারপতি রাজ শেখর মান্তার উপর নিহত দুই পরিবারের বিশ্বাস রয়েছে। তারা বিশ্বাস করেন তাদের  ছেলেরা বিচার পাবে। অন্যদিকে রাজ্য সরকারকেও সমস্ত রকম সহযোগিতা করার জন্য ও আবেদন করেন ঐ দুই ছাত্রের পরিবার।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *