নিউজডেস্ক: পঞ্চায়েত ভোটের ফল ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যে প্রায় সর্বত্র হিংসার ঘটনা উঠে এসেছে সংবাদ মাধ্যমে। গতকাল রাতে ভোট গননা পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। গণনার রাত থেকেই অগ্নিগর্ভ এলাকা। গুলি, বোমার দাপটে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে। এবার ভোট পরবর্তী এই হিংসার ঘটনায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।
আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াংকা টিবরেওয়াল মামলা দায়ের করে বলেন, মঙ্গলবার রাত থেকে ভাঙড়ে পরিস্থিতি অগ্নিগর্ভ । এখনও পর্যন্ত তিনজনকে খুন হয়েছে। পুলিশ নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলার আবেদন করা হয়েছে।
ভোট গননার পর গতকাল রাত থেকে উত্তপ্ত রয়েছে ভাঙড়ের কাঁঠালিয়া এলাকা। মুড়ি-মুড়কির মতো বোমা পড়েছে সেখানে। পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে। মৃত্যু হয় আরও এক যুবক।সেই যুবক কোনো রাজনৈতিক দলের কর্মী নয় বলে স্থানীয় সূত্রে খবর। অন্য দিকে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক পদস্থ কর্তা এবং এক পুলিশকর্মী। বুধবার সকাল থেকেই এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। চলছে ধরপাকড়। পরিস্থিতি থমথমে। ভোট পরবর্তী হিংসায় জর্জরিত এই ভাঙড়।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
