গরমের ফলের মধ্যে অন্যতম লিচু। আম ফলের রাজা হলেও লিচু খেতে ভালোবাসে ছোট থেকে বড় সকলেই। ফলে অর্থকরী এই ফসল চাষ করে লাভের মুখ দেখছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর দুই ব্লকের কৃষকেরা। ব্লকের চাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের
বিভিন্ন এলাকায় বেশ কয়েকবছর ধরে লিচু চাষ করে আসছেন এলাকার বেশকিছু কৃষক। নিজেদের প্রচেষ্টাতেই ও ইন্টারনেটের ওপর ভিত্তি করে লিচুচাষ করে আসছেন তারা। তবে লিচুচাষ যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং খরচসাপেক্ষ। লিচুর ফলন হওয়ার পর সেই ফলন টিকিয়ে রাখতে গিয়ে বিভিন্ন ওষুধ স্প্রে করতে হয়, তাছাড়া পাখির হাত থেকে রক্ষা করার জন্য জাল টাঙাতে হয়। অন্যদিকে আবহাওয়ার খামখেয়ালিপনার কারণেও লিচু চাষে ব্যাঘাত দেখা যায়। চাকুলিয়ার অঞ্চলে উৎপাদিত এই লিচু মালদা , শিলিগুড়ি ও বিহারের বিভিন্ন এলাকায় যায়। এবারে এলাকার গাছে লিচুর ফলন ভালোই হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকেরা। তবে লিচুচাষের জন্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ পেলে আরো ভালো ফলন হত বলে মনে করছেন তারা।

রাজ্য সরকারের উদ্যানপালন দফতরের পক্ষ থেকে কৃষকদের সুবিধার্থে নানা প্রকল্প আনা হয়েছে। ব্লক ও পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করলেই তারা এই সুবিধা লাভ করতে পারবেন। পাশাপাশি চাকুলিয়া আয়োজিত স্বনির্ভর গোষ্ঠীর হাটেও তারা উৎপাদিত লিচু বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *