নিউজডেস্কঃ ২০২১ সালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সম্বিত নন্দের।মাত্র ৩৮ বছর বয়সে ফুসফুস সংক্রমণ হয়ে মৃত্যু ওড়িশার প্রাক্তন বিধায়ক নবীন চন্দের ছেলের। ছেলের মৃত্যুর একবছর পার হতে না হতেই পুত্র বধূর বিয়ে দিলেন শশুর। পুত্রবধূ মধুস্মিতার পরিবারের সম্মতি নিয়ে পাত্রের খোঁজ শুরু করেন শশুর।
প্রাক্তন বিধায়কের পুত্র বধূর জন্যে পাত্রের খোঁজ অবশেষে শেষ হয়।অবশেষে গত ২৪ জানুয়ারি মঙ্গলবার ওড়িশার বালাসোর জেলার রেমুনার শিব চন্দনের সঙ্গে হিন্দু রীতি মেনে শিব ও মধুস্মিতার বিয়ে সম্পন্ন হয়। শশুরের নিজের বউমার জন্যে এমন এমন ভালোবাসা ও কর্তব্য দেখে খুশি পরিবারের পাশাপাশি আমজনতাও।
বউমার বিয়ে দেবার পর নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে এক আবেগঘন পোস্ট করেন প্রাক্তন বিধায়ক নবীন চন্দন। ছেলের মৃত্যুর শোক কাটিয়ে নিজের বউ মাকে মেয়ের মতো আগলে রেখেছিলেন তিনি। সেই মেয়ের বিয়ে সম্পন্ন হতেই তিনি লেখেন, “আমার জীবনের একটি স্মরণীয় দিন আজ। আমি ঠিক করেছি না ভুল আমার জানা নেই। আমি আমার পুত্র বধূর হিন্দু রীতি অনুযায়ী বিয়ে দিয়েছি। ঈশ্বর ওদের আশীর্বাদ করুক।” এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভুয়সী প্রশংসা করছে নেটিজেনরা। সকলেই বলছে দৃষ্টান্ত স্থাপন করলেন নবীন চন্দন।