রাজ্যপালের ঘোষণার পরেও পেলো না অনুদান।এতে ক্ষুব্ধ নিহতদের পরিবারের পাশাপাশি গ্রাম বাসিরা। উল্লেখ্য ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের চেতনাগছ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে নালায় মাটি চাঁপা পড়ে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিলো। অভিযোগ BSF এর খোঁড়া নালায় মাটি চাঁপা পড়ে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। BSF এর বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ঘটনার পরেই রাজ্যে সরকারের পক্ষ থেকে নিহত চার শিশুর পরিবারকে দুই লক্ষ্য টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। পাশাপাশি দলের পক্ষ থেকে আরও ৩ লক্ষ্য টাকা করে মোট পাঁচ লক্ষ্য টাকা ক্ষতিপূরণ পায় নিহত চার শিশুর পরিবার।
অন্যদিকে BSF এর বিরুদ্ধে অভিযোগ তুলে টানা ৭ দিন আন্দোলন চলার পরে শেষমেশ ২০ ফেব্রুয়ারি চেতনাগছ গ্রামে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি নিহত চার শিশুর পরিবারের সদস্যদের সাথে দেখা করে কথা বলেন রাজ্যপাল। পরিবারের পাশে থাকার পাশাপাশি পরিবার পিছু ১ লক্ষ্য টাকা করে আর্থিক সহযোগিতা করার কথা ঘোষণা করে রাজ্যপাল। এরপর প্রায় চার মাস পেরিয়ে গেলেও এখনও পযন্ত রাজ্যপালের ঘোষণা মতো ১ লক্ষ্য টাকা আর্থিক সহযোগিতা পেলেন না নিহত চার শিশুর পরিবার। এতে ক্ষুব্ধ পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীরা। তবে আদৌও কি রাজ্যপালের ঘোষণা মতো আর্থিক সাহায্য পাবেন কি না তা কেউ জানেন না।