নিউজডেস্ক : ৫হাজার বুথে পুনর্নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিল বিজেপি। এবার বিজেপির দেওয়া তালিকা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলাশাসকদের নির্দেশ দিলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ইতি মধ্যেই এ বিষয়ে জেলাশাসকদের চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়েছিল রাজ্যের একের পর এক জেলা। নির্বাচনের দিন ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের দিন হিংসা, প্রাণহানি, ছাপ্পা, ভোট লুট দেখেছে গোটা বাংলা।
এরপর ৯ জুলাই নির্বাচন কমিশনকে ইমেল করে রাজ্য বিজেপি। সেই ইমেলে রাজ্যের প্রায় পাঁচ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি জানায় বিজেপি। বুথের তালিকাও পাঠানো হয়। ওই বুথগুলির মধ্যে ক’টিতে পুনর্নির্বাচন হওয়া উচিত, তা জেলাশাসকদের এ বার সুপারিশ করতে বলল রাজ্য নির্বাচন কমিশন।
পঞ্চায়েত মনোনয়ন পর্ব থেকে শুরু করে এখনও পর্যন্ত রাজনৈতিক সংঘর্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে। ভোটের দিনই নিহত হয়েছেন ১৫। ওই দিন সংঘর্ষে জখম আরও ৭ জনের পরে মৃত্যু হয়েছে হাসপাতালে। ভোটের দিনের সংঘর্ষে এ পর্যন্ত মোট বলি ২২ জন। গণনার দিন বা তার পরের সংঘর্ষে বা হামলায় মৃত্যু ৭ জনের।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
