সুলভ মূল্যে আলু পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিলো জেলা প্রশাসন। এদিন ইসলামপুর তিনপুল এলাকায় রেগুলেটেড মার্কেটিং অফিস চত্বরে সুলভ মূল্যে আলু পেঁয়াজ তুলে দেওয়া হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে। যেভাবে দিনের পর দিন বাজারে আলু পেঁয়াজের দাম অগ্নি মূল্য হচ্ছে তাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে উত্তর দিনাজপুর জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি কৃষি বিপণন বিভাগের ব্যবস্থাপনায় ও উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহায়তায় শনিবার ইসলামপুর রেগুলেটেড মার্কেটিং অফিসে ইসলামপুর মহকুমা পাঁচটি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীদের হাতে আলু পেঁয়াজ তুলে দেওয়া হয়। আগামী দিনে অন্যান্য শাকসবজি চাহিদা বাড়বে সেই যেভাবে গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান উত্তর দিনাজপুর জেলা রেগুলেটেট মার্কেটের সেক্রেটারি জয়দেব মাইতি।
অন্যদিকে গোয়ালপোখর বা অন্যান্য ব্লক থেকে এসে ইসলামপুর থেকে আলু পেঁয়াজ বা অন্যান্য শাকসবজি নিয়ে গেলে তেমন লাভ হবে না বলে দাবি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের।