কমলাগাও সুজালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লতিফুর রহমান আজ পঞ্চায়েতের অনেক মানুষকে নিয়ে রওয়ানা হলেন কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে। যেখানে জনগর্জন সভায় গর্জে উঠবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন গর্জন সভায় সুজালী কমলাগাও অঞ্চল থেকে প্রচুর মানুষকে নিয়ে রওনা দিলেন। এই দিন কমলাগাও সুজালী গ্রাম পঞ্চায়েত ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, ধর্ম নিয়ে রাজনীতি করা হয় না। মানুষের উন্নয়ন নিয়ে রাজনীতি করতে হয়। এমন কি শিলিগুড়ির কাওয়াখালীতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সুজালী কমলাগা অঞ্চলের কোর কমিটির সদস্য আব্দুস সাত্তার প্রচুর মানুষকে নিয়ে আমরা এখান থেকে কলকাতার ব্রিগেডের দিকে রওনা হচ্ছি, আশা করি আমরা পশ্চিমবাংলায় ৪২ টি আসনের ৪২ টি আসনেই পাবো আগামী লোকসভা ভোটে। এই দিন সুজালি কমলা কা অঞ্চলের উপপ্রধান জানান জয় শ্রীরাম বলে ভোট নেওয়া যায় না ধর্ম করে ভোট নেওয়া যায় না মানুষের হয়ে কাজ করতে হয় চলুন শুনে নেওয়া যাক কি বলছেন।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *