নিউজডেস্ক:

বুধবার ভোর রাতে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে ধানের জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত্যুর কারণ নিয়ে গ্রামবাসীদের মধ্যে ধোঁয়াশা শুরু হয়েছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পন্ডিতপোতা এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম কামরুল হক। বয়স আনুমানিক (৫০)। স্হানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নিখোঁজ ছিল কামরুল হক নামে ওই ব্যক্তি। এরপর অনেক খোঁজাখুঁজির বুধবার ভোর রাতে ধানের জমি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। গ্রামবাসীদের অভিযোগ কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে এখানে ফেলে দিয়েছে। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।