র্যাশন দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বেশ কিছু দিন আগেই গ্রেফতার হন। তবে বর্তমানে তিনি ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে। কিন্তু এতদিন সেখানে মন্ত্রীর সাথে পরিবারের কেউ দেখা করতে আসেননি সিসিটিভি থাকায়।তবে গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে অর্থাৎ শুক্রবার মন্ত্রীর কেবিন থেকে সরানো হয় সিসিটিভি।হাইকোর্টে থেকে নির্দেশ দেওয়ার পর বর্তমানে এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের বাইরে সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে।
সেই ঘটনার ২৪ ঘণ্টা না কাটতেই শনিবার সকালে আচমকা হাসপাতালে উপস্থিত হলেন জ্যোতিপ্রিয়কন্যা প্রিয়দর্শিনী মল্লিক এবং তাঁর দাদা দেবপ্রিয় মল্লিক।তাঁরা দুজনেই সোজা ঢুকে যায় মন্ত্রী কেবিনে। সেজানে থাকেনও বেশ কিছুক্ষণ। তবে তাঁরা কি আলাপ আলোচনা করেন জানতে পারা যায়নি। কেন তারা সেদিন গ্রেফতার হওয়া মন্ত্রীর সাথে হাসাপাতালে দেখা করতে আসেন তার কারন যায় নি।