নিউজডেস্ক: দলের টিকিট না পেয়ে কংগ্রেসে যোগদান করে বাড়ি বাড়ি ভোট প্রচারে বেড়িয়েছেন গোয়ালপোখর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সাম তাবরেজ ওরফে বাবু। জাতীয় কংগ্রেসের প্রতীকে উত্তর দিনাজপুর জেলা পরিষদের ৭ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাম তাবরেজ ওরফে বাবু। মনোনয়ন পত্র দাখিলের পর দিন থেকেই মাঠে নেমে পড়েছেন বাবু।
প্রার্থীর অভিযোগ:
সাম তাবরেজ ওরফে বাবুর অভিযোগ, দলের নেতৃত্বরা তাকে তৃণমূলের জেলা পরিষদের টিকিট দেওয়ার কথা বলেও টিকিট দেয়নি। টিকিট নিয়ে তৃণমূলে অনেক দুর্নীতির অভিযোগ এনেছেন সাম তাবরেজ ওরফে বাবু।
প্রার্থীর দাবি:
ভোট প্রচারে বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায় এমনকি দোকানে থাকা ক্রেতা বিক্রেতাদের সাথেও ভাব বিনিময় করছেন সাম তাবরেজ। ভোটারদের কাছে যেতেই বিশেষ করে যুব সম্প্রদায়ের মানুষ তাকে খুব পছন্দ করছেন বলে দাবী বাবুর। অন্যদিকে শিক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নের ইস্যু নিয়েই মানুষের বাড়ি বাড়ি ঘুরছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের ৭ নম্বর আসনের কংগ্রেস প্রার্থী সাম তাবরেজ ওরফে বাবু।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
