ইসলামপুর ব্লকের গোয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়। এটি একটি বিদ্যালয় না নোংরার স্তূপ বোঝা কঠিন।শ্রেণী কক্ষগুলিতে নেই দরজা-জানলা ।চারিদিকে মল, নোংরা -আবর্জনার স্তূপ।। বাধ্য হয়েই রান্না ঘরের বারান্দায় বা মাঠে বসেই ছাত্র -ছাত্রীদের পড়ান শিক্ষকরা।। স্কুলে নেই বাথরুম।প্রকৃতির ডাকে সারা দিতে ছাত্র -ছাত্রীদের ঝোপ-ঝাড়ই ভরসা।।

বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ লকডাউনের পরে তারা এসে স্কুলের এই অবস্থাই দেখতে পান।। বারবার অবর বিদ্যালয় পরিদর্শককে জানিয়েও কোনো ফল হয়নি।।

এদিকে গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে দেদার চলে মদ্যপান ও জুয়ার আসর।।

আবার কবে এখানে বিদ্যালয়ের সুন্দর পরিবেশ ফিরে আসবে সেটি এখন দেখবার বিষয়।।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *